চট্টগ্রামের ঐতিহাসিক নাম পোর্ট গ্রান্ডে এবং ইসলামাবাদ। চট্টগ্রাম বন্দরনগরী বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলে অবস্থিত। আয়তনে বৃহত্তম বিভাগ (৩৩,৭৭১ বর্গ কি.মি.)। মোট জেলায় ১১ টি। যথা- কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। পার্বত্য জেলা ৩টি। যথা- বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান:
১. ইউরোপিয়ান ক্লাব
২. কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাচীন মৃৎভবন ও পার্বতী চরণ দীঘি
৩. কালুরঘাট বেতার কেন্দ্র
৪. কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম
৫. গুপ্ত জমিদার বাড়ি
৬. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
৭. চট্টগ্রাম সেনানিবাস
৮. চাকমা রাজবাড়ি
৯. জেএম সেন হল
১০. দামপাড়া বধ্যভূমি
১১. দেয়াঙ পাহাড়
১২. পণ্ডিতবিহার
১৩. পরৈকোড়া জমিদার বাড়ি
১৪. প্রসন্ন কুমার জমিদার বাড়ি
১৫. ফতেহপুর শিলালিপি
১৬. বড় উঠান জমিদার বাড়ি
১৭. ভুজপুর জমিদার বাড়ি
১৮. ভৈরব সওদাগরের জমিদার বাড়ি
১৯. মঘাদিয়া জমিদার বাড়ি
২০. যদুনাথ চৌধুরীর জমিদার বাড়ি
২১. রামধন জমিদার বাড়ি
২২. শমসের গাজীর কেল্লা, মীরসরাই
২৩. সত্য সাহার জমিদার বাড়ি
২৪. সারিকাইত জমিদার বাড়ি
২৫. হালিশহর সেনানিবাস
২৬. খৈয়াছড়া ঝর্ণা
২৭. গুলিয়াখালী সমুদ্র সৈকত
২৮. চট্টগ্রাম চিড়িয়াখানা
২৯. চট্টগ্রাম তোরণ
৩০. চন্দ্রনাথ পাহাড়
৩১. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
৩২. জাম্বুরী পার্ক
৩৩. অভয়মিত্র ঘাট
৩৪. দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণ অভয়ারণ্য
৩৫. নাপিত্তাছড়া ঝর্ণা
৩৬. পতেঙ্গা
৩৭. পারকি সমুদ্র সৈকত
৩৮. প্রজাপতি পার্ক বাংলাদেশ
৩৯. ফয়েজ লেক
৪০. বাটালি পাহাড়
৪১. বারৈয়াঢালা জাতীয় উদ্যান
৪২. বাঁশখালী ইকোপার্ক
৪৩. বুদবুদি ছড়া
৪৪. বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড
৪৫. ভাটিয়ারী
৪৬. মহামায়া হ্রদ
৪৭. পক্ষিশালা ও ইকোপার্ক
৪৮. সন্দ্বীপ
৪৯. সহস্রধারা ঝর্ণা
৫০. সিআরবি হিল
৫১. সীতাকুণ্ড জাহাজ ভাঙ্গা এলাকা
৫২. সুপ্তধারা ঝর্ণা
৫৩. স্বাধীনতা কমপ্লেক্স
৫৪. হাজারিখিল বন্যপ্রাণ অভয়ারণ্য
৫৫. কদম মোবারক মসজিদ (১৭১৯)
৫৬. বায়েজিদ বোস্তামীর মাজার
৫৭. মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা
৫৮. মাইজভান্ডার দরবার শরীফ
৫৯. মুসা খাঁ মসজিদ (১৬৫৮)
৬০. চট্টেশ্বরী মন্দির
৬১. চন্দ্রনাথ মন্দির
৬২. চক্রশালা (পটিয়া)
৬৩. ধর্মচক্র বৌদ্ধ বিহার
৬৪. বিশ্বশান্তি প্যাগোডা (হাটহাজারী)
৬৫. মহামুনি বৌদ্ধ বিহার
কুমিল্লা জেলা দর্শনীয় স্থান:
১. অর্জুনতলা মসজিদ
২. আনন্দবিহার
৩. ইটাখোলা মুড়া
৪. উজিরপুর টিলা
৫. কর্নেলের মুড়া
৬. কুটিলা মুড়া
৭. কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
৮. কুমিল্লা জগন্নাথ মন্দির
৯. কোটবাড়ি
১০. কোটবাড়ি মুড়া
১১. চন্ডীমুড়া
১২. চারপত্র মুড়া
১৩. চিতোড্ডা মসজিদ
১৪. ছিলা মুড়া
১৫. ধর্মসাগর
১৬. নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
১৭. নূর মানিকচর জামে মসজিদ
১৮. পাক্কা মুড়া
১৯. বড় শরিফপুর মসজিদ
২০. বালাগাজীর মুড়া
২১. বিবির বাজার স্থল বন্দর
২২. বৈরাগী মুড়া
২৩. ভাউকসার জমিদার বাড়ি
২৪. ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি
২৫. ভোজ রাজার বিহার
২৬. ময়নামতি
২৭. ময়নামতি ওয়ার সিমেট্রি
২৮. ময়নামতি ঢিবি ১
২৯. ময়নামতি ঢিবি ১ক
৩০. ময়নামতি ঢিবি ১খ
৩২. ময়নামতি ঢিবি ২ক
৩৩. ময়নামতি ঢিবি ২খ
৩৪. ম্যাজিক প্যারাডাইস পার্ক
৩৫. রাখাল রাজার জমিদার বাড়ি
৩৬. রাজকালী বাড়ি মন্দির
৩৭. রাণী ময়নামতি প্রাসাদ ও মন্দির
৩৮. রূপবান কন্যা (রূপবানী) মুড়া
৩৯. রূপবান মুড়া
৪০. লতিকোট মুড়া
৪১. লালমাই পাহাড়
৪২. শালবন বৌদ্ধ বিহার
৪৩. হাতিগাড়া মুড়া
৪৪. হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি।
সাংবাদিক- এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন।