লামা (বান্দরবান) সংবাদদাতা:
“পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই” এই স্লোগানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) লামা উপজেলা কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় লামা উপজেলা গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আখিরাম ত্রিপুরা পাড়ার কনফারেন্স হলে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) লামা উপজেলা কমিটির সভাপতি মংশৈপ্রু ত্রিপুরা।
এতে গজালিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি, পাড়া প্রধান (কারবারি) ও গ্রামবাসীরা অংশ নেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রীঃ উমংপ্রু মার্মা (ওয়াই মং) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শ্রী আপ্রু মং মারমা, বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা। সভায়,পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি উপর আলোচনায় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।” সাম্প্রতিককালে লামা উপজেলায় অপহরণ ও ডাকাতিসহ ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়াসহ রাষ্ট্রোদ্রোহী কাজ ও সাম্প্রদায়িক সহিংসতা উস্কানি থেকে সজাগ থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সাবেক মেম্বার বথিচন্দ্র ত্রিপুরা (রুবেল), অনিল ত্রিপুরা, আখিরাম ত্রিপুরাপাড়ার কারবারী রুনারাম ত্রিপুরা প্রমূখ।