লামা,(বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় ইটভাটায় লাগাতার অভিযানে আরো একটি ভাটায় দুই লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছন প্রশাসন। সোমবার ১৩ জানুয়ারি লামা পৌরসভা ৮ নং ওয়ার্ড ছাগলখাইয়া হেডম্যান পাড়া নামক স্থানে অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে এসএমবি নামের একটি ইটভাটায় অভিযান করেন প্রশাসন ও লামা বন বিভাগ। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৫০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেন। অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট লামা সহকারী কমিশনার ভূমি (ইউএনও অঃদা) রুপায়ন দেব অভিযানে নেতৃত্বে দেন। সহযোগিতা করেন লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স ও লামা থানার পুলিশ। এক্সিউকিউটিভ ম্যাজিস্টেট জানান, মহামান্য হাই কোর্ট এর আদেশ ও জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।