পাহাড়ের কণ্ঠস্বর ডেস্ক:-
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনে বিকল্প নেই" এই স্লোগানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) লামা উপজেলা কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, পাড়া প্রধান (কারবারি) ও বিভিন্ন সম্প্রদায়ে গ্রামবাসীরা অংশগ্রহণ করেন।
১৪জানুয়ারী রোজ:মঙ্গলবার , ২ ঘটিকার সময় লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রেমং মেম্বার পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় যে সকল পাড়ার লোকজন অংশগ্রহণ করেছে- মংফোচিং পাড়া, রেমং মেম্বার পাড়া, রাংসুগ পাড়া, জানিনা পাড়া, নাজি রাং পাড়া, রেঅংসে পাড়া, মাঝের পাড়া, এমংথোয়াই পাড়া।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটি সাধারণ-সম্পাদক শ্রীঃ জুয়েল ত্রিপুরা সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শ্রী আপ্রু মং মারমা, উপদেষ্টা কমিটি সদস্য, ইউপিডিএফ(গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি ছিলেন উবামং মার্মা, সভাপতি ইউপিডিএফ(গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটি। মংশৈপ্রু ত্রিপুরা, সভাপতি লামা উপজেলা কমিটি, ইউপিডিএফ(গণতান্ত্রিক), ম্রাথোয়াই মারমা,বিশিষ্ট সমাজ সেবক,রেমং মেম্বার পাড়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গরা মারমা, কারবারি,রেমং মেম্বার পাড়া।
মতবিনিময় সভার আলোচ্য বিষয় ছিলোঃ
১,পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি।
২,লামা উপজেলায় অপহরণ ও ডাকাতি বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া।
৩,রাষ্ট্রোদ্রোহী কাজ ও সাম্প্রদায়িক সহিংসতা উস্কানি থেকে সজাগ থাকা।