পাহাড়ের কন্ঠস্বর ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, শ্বাশুড়ি গুরুতর আহত হয়েছে।
শওকত হাসান মেহেদীর (২৩) চুরিকাঘাতে স্ত্রী উম্মে হাফছা তুহি (১৮) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১.২৫ মিনিটে এঘটনা ঘটেছে।
নিহত উম্মে হাফছা তুহি, চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার আব্দুল হামিদের মেয়ে। ঘাতক স্বামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের আবুল হাশেমের পুত্র।
নিহতের পিতা আব্দুল হামিদ জানান,আট মাস পূর্ব তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিক ভাবে আমার মেয়ে কে নির্যাতন করত। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় । এই সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী আতর্কিতভাবে হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়ে কে হত্যা করে । এবং আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি চুরিকাঘাত করে ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রী কে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক আশংকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত গৃহবধুর লাশ চকরিয়া সরকারী হাসপাতালের রয়েছে।