এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকনঃ
অসহায় দরীদ্র মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার মহৎ কাজটি সম্পাদন করছে “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা”। এই প্রকল্পের আওতায়
সার্বিক সহযোগিতায় করছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক ও ছাত্র পরিষদ, লামা উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা।
সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসার ক্যাম্প আগামী ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ রোজ: শনিবার রুপসীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সময় : সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে লেন্স, চশমাসহ ছানির অপারেশন ও চোখের অন্যান্য সমস্যার প্রাথমিক চিকিৎসা করা হবে।
চক্ষু সমস্যাজনিত প্রায় ১০০০ জন দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে।
সার্বিক সহযোগিতায় রয়েছে- পার্বত্য চট্টগ্রাম নাগরিক ও ছাত্র পরিষদ লামা উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা।
চক্ষু শিবিরটি আয়োজন করছে- লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী, চট্রগ্রাম।আন্তর্জাতিক লায়ন্স ক্লাব, লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ।
চক্ষু রোগীরা যোগাযোগ করবেন-
মোঃ কামরুজ্জামান০১৮৫৯-৬৭৯০৮০