1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১লাখ টাকা নেওয়ার এক বছর পর স্ট্যাম্পে ৫ লাখ টাকা লিখে জোর করে বসতঘর দখলের ঘটনা ঘটেছে, স্বাক্ষী না দেওয়ায় স্বাক্ষীসহ বাদীকে মারধর লামায় বিপ্লবী সরকার আসার পর বসতবাড়ী ও সৃজিত বাগান কেটে লুট করার ঘটনায় ৮ মাস পর আসামীকে জেল হাজতে প্রেরণ সফলতায় এগিয়ে যাচ্ছে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লামায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মুরুইতং হিল রিসোর্টে নিয়ে বেঁধে রেখে মুক্তিপণ দাবীর ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, আসামী ৫ জন লামায় আবারো ৮ তামাক চাষীকে অপহরণ, গত ৪ মাসে ৪০ জন অপহৃত লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ লামায় একটি গাছ বাঁচিয়ে দিয়েছে বাসে থাকা ৩৪ যাত্রীর প্রাণ, আহত ২৫ এপেক্স ক্লাব অব পটিয়া’র উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ  এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত লামার ৩ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যগত ঝুঁকিতে রেখে রাবার ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা, ক্ষতি হবে মানুষের বসবাসের

খাদ্য সংকটে বন্যহাতির পাল লামার লোকালয়ে, আতঙ্কে এলাকাবাসী……. লামায় বন্যহাতির আক্রমণে একজন নিহত

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় লোকালয়ে চলে এসেছে বন্যহাতির দল। গত শুক্রবার সকাল ১০টার দিকে লামা উপজেলা সরই ইউনিয়নে পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে বন্যহাতির পাল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ এলাকায় মানুষের চাষের ফসল, সৃজিত বাগানে বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে শ্রেণী- অ-শ্রেণী ভূক্ত জায়গার ফসলের ফলমূল, বাগানের আমলকী, জলপাই, পেয়ারা, আমড়া, আম, ডুমুর, জাম, বহেরা, পেঁপে, সজিনা, বাঁশসহ ন্যাচরাল কলাগাছ,লতাপাতা খাচ্ছে। এর সাথে নষ্ট হচ্ছে জমিক্ষেত।

সরজমিনে বিভিন্ন ধরণের মানুষের সাথে কথা বলে জানাযায়, পাহাড়ের পর্যাপ্ত পরিমাণ বন্যহাতির খাদ্যের অভাব সৃষ্টি হওয়ায় পাহাড়ে থাকা হাতিগুলো প্রায় পাহাড় থেকে নেমে এসে গ্রামে ঢুকে পড়েছে। এরপর মানুষের বসতঘরের ধানসহ কলাগাছ ফসলাধি খেয়ে ফেলছে এবং বাড়ি ঘরে হামলা চালাচ্ছে।

এদিকে বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে কাজ করতেন।

উপজেলার সরই ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দিন বলেন, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে প্রায় হানা দিচ্ছে। শনিবার ভোর ৪টায় গহীন পাহাড় থেকে একদল বন্যহাতি ইছহাক মেম্বার পাড়ায় নেমে আসে। পরে হাতিগুলো খাবারের খোঁজে একটি খামারের ঘরে ঢুকে পড়ে। এ সময় হাতির আক্রমণে ওই ঘরে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা কালুকে মৃত ঘোষণা করেন। তিনি এ সময় আরো বলেন, হাতিগুলো প্রথমে বাড়ি ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। পরে ঘর ভাঙা শুরু করে। ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়েও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাতিগুলো এখনো ওই এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।

লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহত হয়ছে। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক বনবিভাগ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।

নিহত ব্যক্তির স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী আরো বলেন, এ শুস্ক সময়ে পাহাড়ে হাতির খাদ্য নেই বললেই চলে। সে কারণে, ধান ফসলাধি খাওয়ার জন্য পাহাড় থেকে হাতি নেমে এসেছে লোকালয়ে। যেখানে হাতির বসবাস ছিলো সেখানে মানুষের বসতি, সৃজিত বাগান ও বাগান বাড়ী গড়ে উঠায় এ সমস্যা দেখা দিয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।