এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামাঃ
শনিবার গভীর রাত ২ঘটিকার সময় উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দূর্গম এক কমলা বাগান এলাকার একটি খামারবাড়িতে হানা দিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ
৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনাশ সন্ত্রাসীরা ৭লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন জানান।
জানা গেছে, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো: হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল। অপহৃতরা হলেন মো: নুরু (৫০), মো: আলমগীর (৩৫), মো: শফি আলম (৩২), মো: হেলাল (৪০) ও গাড়িচালক মো: জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।