এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামাঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতী বিষয়ক মহিলা সম্পাদিকা, সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটির সদস্য জনাবা মাম্যাচিং।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র মোঃ জাবেদ রেজা, লামা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রব, সহঃ সভাপতি,মাওঃ মোঃ শামছুদ্দোহা, ভারপ্রাপ্ত সেক্রেটারী এড. জাহাঙ্গীর আলম খান, মোঃ সাইফুদ্দিন লামা পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি, সাবেক ভাইস- চেয়ারম্যান আইয়ুব আলী কম্পানী, গজালিয়া ইউপির নেতা আবুল কালামপ্রমুখ।
এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাম্যাচিং বলেন, অনেক শহিদের রক্তের বিনিময়ে এ দেশকে ফ্যাসিবাদীদের হাত থেকে মহান সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মানের কোনো বিকল্প নেই। দ্ব্যার্থহীন কন্ঠে তিনি আরো বলেন,আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে পরিচালিত করতে হবে। এ লক্ষে সবার একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে।
বেগম জিয়ার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে গজালিয়া ইউপির আহবায়ক শমসের গাজী সভার সমাপ্তি ঘোষণা করেন।