এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
গতকাল সোমবার (২ফেব্রুয়ারী ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে বান্দরবান জেলার লামা উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর বাড়ী ফেনী জেলার সদর উপজেলায়।
তিনি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর(রাজস্ব)হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মোঃ মঈন উদ্দিন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। পাশাপাশি উপজেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।