1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
লামায় খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১লাখ টাকা নেওয়ার এক বছর পর স্ট্যাম্পে ৫ লাখ টাকা লিখে জোর করে বসতঘর দখলের ঘটনা ঘটেছে, স্বাক্ষী না দেওয়ায় স্বাক্ষীসহ বাদীকে মারধর লামায় বিপ্লবী সরকার আসার পর বসতবাড়ী ও সৃজিত বাগান কেটে লুট করার ঘটনায় ৮ মাস পর আসামীকে জেল হাজতে প্রেরণ সফলতায় এগিয়ে যাচ্ছে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লামায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মুরুইতং হিল রিসোর্টে নিয়ে বেঁধে রেখে মুক্তিপণ দাবীর ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, আসামী ৫ জন লামায় আবারো ৮ তামাক চাষীকে অপহরণ, গত ৪ মাসে ৪০ জন অপহৃত লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ লামায় একটি গাছ বাঁচিয়ে দিয়েছে বাসে থাকা ৩৪ যাত্রীর প্রাণ, আহত ২৫ এপেক্স ক্লাব অব পটিয়া’র উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ  এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত লামার ৩ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যগত ঝুঁকিতে রেখে রাবার ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা, ক্ষতি হবে মানুষের বসবাসের

লামার ফাঁসিয়াখালী থেকে ২৭ জন রাবার শ্রমিককে সন্ত্রাসীরা জিম্মি করে অপহরণ করে নিয়ে গেছে, ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুরুং ঝিরি নামক এলাকার ৬টি রাবার বাগানে কর্মরত ২৭ জন শ্রমিককে পাহাড়ী সন্ত্রাসীরা জোর পূর্বক অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাত দেড়টার সময়।

যে সব রাবার শ্রমিক অপহৃত হয়েছে-
১। মোঃ ফারুক (২৬), পিতা-মোঃ আলম, সাং-বড়ইচর, ২। মোঃ আইয়ুব আলী (২৬), পিতা-সৈয়দ হোসেন, সাং-আলীক্ষং, ধুইল্লাঝিরি, ৩। মোঃ সিদ্দিক (৪০), পিতা-অজ্ঞাত, ৪। মোঃ আব্দুল খালেক (২০), পিতা-সিদ্দিক, ৫। আব্দুল মাজেদ (১৭), পিতা-সিদ্দিক, সর্ব সাং-ক্যাংগারবিল, সর্ব বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান৬। মনিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ আলী আহম্মদ, সাং-নারিছবুনিয়া, ৮নং ওয়ার্ড, ৭। জিয়াউর রহমান (৪৫), পিতা-রশিদ মিয়া, ৮। মোঃ মোবারক (২৫), পিতা-মোক্তার আহম্মদ, সাং-ক্যাঙ্গারবিল, ৯। মোঃ হারুন (৩০), পিতা-মোঃ হাসেম, সাং-দক্ষিণ বাইশারী, ৭নং ওয়ার্ড, ১০। রমিজ উদ্দিন (৩০), পিতা-অজ্ঞাত, সাং- নারিছবুনিয়া, ৮নং ওয়ার্ড, ১১। সৈয়দ নুর (২৮), পিতা-নুরুল হক , সাং-বাইশারী, ৯নং ওয়ার্ড, ১২। মোঃ কায়ছার (৩৮),পিতা- আনছার আলী, ১৩। মোঃ মনির হোসেন (৩৫), পিতা-লাল মিয়া,১৪। মোঃ ইমরান (১৭), পিতা-আফসার আলী, সর্ব সাং- আলীক্ষ্যং, ৩নং ওয়ার্ড, সর্ব থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান, ১৫। মঞ্জর (৩০), পিতা-মোঃ আমির আলী, উভয় সাং-থোয়াইঙ্গাকাটা, ১৬। আফসার আলী (২৫), পিতা-ওমর আলী, সাং-গর্জনিয়া, ছাগলকাটা, সর্ব থানা-রামু, জেলা- কক্সবাজার, ১৭। মোঃ খাইরুল আমিন (৩০), পিতা-অজ্ঞাত, সাং-রোহিঙ্গাক্যাম্প,১৮। মোঃ আবু বক্কর (২৯), পিতা- আজিজুর রহমান, সাং-বড়বিল গর্জনিয়া, ১৯। মোঃ আঃ রাজ্জাক (৩৩), পিতা-বেদার ফকির, সাং- ঈদগাহ, ২০। মবিন (২৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-বড়বিল (সিকদার পাড়া), ঈদগড় ইউপি, সর্ব থানা-রামু, সর্ব জেলা- কক্সবাজার। বাকী সাতজনের নাম পাওয়া যায়নি।

যে সব রাবার বাগান থেকে শ্রমিকরা অপহৃত হয় – ১। মোঃ ফোরকান আহমেদ (৪৮), পিতা-হাজী মমতাজ আহমেদ, / শাহজাহান যৌথ মালিক, সাং-ঈদগড়, লেইঙ্গাপাড়া, (বাগানের নামঃ মুরংছড়ি বাগান), ২। নুর মোহাম্মদ (৩২), পিতা-আলী আকবর, সাং-পূর্ব রাজঘাট, ০১নং ঈদগড় ইউপি, উভয় থানা-রামু, জেলা-কক্সবাজার, (বাগানের নামঃ নুর মোহাম্মদ কোম্পানী)
৩। আহসান উল্লাহ (৩৫), পিতা-হাজী আবু তাহের মিয়া, সাং-পূর্ব রাজঘাট, ০১নং ঈদগড় ইউপি, উভয় থানা-রামু, জেলা- কক্সবাজার, (বাগানের নামঃ আহসান উল্লাহ কোম্পানী) ৪। মোঃ হুমায়ুন (৪৫), পিতা- আলী আহমেদ, সাং-করলিয়ামুরা, ঈদগড় ইউপি, সর্ব থানা-রামু,. জেলা-কক্সবাজার, (বাগানের নামঃ হুমায়ুন কোম্পানী) ৫। মোঃ আজিজুল হক (৩৮), পিতা-মৃত আলী মিয়া,. সাং-নারিজবুনিয়া, ৮নং ওয়ার্ড, বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান (বাগানের নামঃ সোনামিয়া রাবার কোম্পানী)
৬। আবুল কালাম (২৮), পিতা-আব্দুল মুনাফ,চ সাং-নারিজবুনিয়া, ৮নং ওয়ার্ড, বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।

লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, রবিবার গভীর রাত দেড়টার সময় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম মুরুং ঝিরি এলাকার ৬টি রাবার বাগান থেকে ২৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী সন্ত্রাসীরা রবিবার সকাল সাড়ে ১০টার সময় আরাফাত রাবার বাগান প্লান্টেশনের মালিক শাহজাহানের মুঠোফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃতদের উদ্ধারে চলছে যৌথবাহিনীর অভিযান। এলাকাটি খুবই দূর্গম এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।