1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১লাখ টাকা নেওয়ার এক বছর পর স্ট্যাম্পে ৫ লাখ টাকা লিখে জোর করে বসতঘর দখলের ঘটনা ঘটেছে, স্বাক্ষী না দেওয়ায় স্বাক্ষীসহ বাদীকে মারধর লামায় বিপ্লবী সরকার আসার পর বসতবাড়ী ও সৃজিত বাগান কেটে লুট করার ঘটনায় ৮ মাস পর আসামীকে জেল হাজতে প্রেরণ সফলতায় এগিয়ে যাচ্ছে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লামায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মুরুইতং হিল রিসোর্টে নিয়ে বেঁধে রেখে মুক্তিপণ দাবীর ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, আসামী ৫ জন লামায় আবারো ৮ তামাক চাষীকে অপহরণ, গত ৪ মাসে ৪০ জন অপহৃত লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ লামায় একটি গাছ বাঁচিয়ে দিয়েছে বাসে থাকা ৩৪ যাত্রীর প্রাণ, আহত ২৫ এপেক্স ক্লাব অব পটিয়া’র উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ  এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত লামার ৩ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যগত ঝুঁকিতে রেখে রাবার ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা, ক্ষতি হবে মানুষের বসবাসের

লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন- ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
বান্দরবানের লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্ৰের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়।ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। মানুষ তখন পারস্পরিক বিভেদ ভুলে মানবতার সেবায় এগিয়ে আসে। আর নামাজ মানুষের মনকে শীতল করে। দেশবাসী নামাজ আদায় করলে তারা নরম মনের অধিকারী হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর উপদেষ্টা গুরুত্বারোপ করেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বান্দরবানে লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অভিজিৎ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, বান্দরবান। মোঃ সেলিম উদ্দিন, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান। নুরুল আনোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার লামা সার্কেল। তোফাজ্জল হোসেন, অফিসার ইনচার্জ, লামা থানা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে লামা উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর এটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বান্দরবান জেলায় ৩টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে লামা উপজেলা মডেল মসজিদের নব-নিয়োগ প্রাপ্ত ইমাম মুফতি ইব্রাহিম খলিল উল্লাহ ছাদেকী ও মুয়াজ্জিন হাফেজ মোঃ ইব্রাহীমকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।