সে লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, মঙ্গলবার ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছে।
এদিকে লামা মিরিঞ্জা পাহাড় পর্যটনে অবস্থিত রয়েল রিসোর্টে কর্মরত সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, নুরুল আলম লামার মিরিঞ্জা রয়েল রিসোর্টের গাড়ির ড্রাইভার ছিল। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় নুরুল আলম কাজ শেষে চলে যায়। তারপর কি হয়েছে আমরা জানিনা।
রয়েল রিসোর্টের মালিক চৌধুরী আসাদ কিবরিয়া বলেন, ঘটনাটি আমাদের রিসোর্টের বাহিরে হয়েছে। নুরুল আলম মদপান করলে তার স্বজনরা তাকে ভোররাতে লামা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এদিকে মাসুদ পারভেস নামের একজন নিহতের স্বজন জানান, নিহত নুরুল আলমকে লামা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে চকরিয়া থানার পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
এদিকে নুরুল আলম নামের মৃত যুবকের লাশ চকরিয়া থানায় নিয়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত করা গেছে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, মদপানে নুরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।