এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ বেদারুল ইসলাম এর সঞ্চালনায়
সভাপতিত্বে করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, আবু হানিফ
উপজেলা প্রকৌশলী এল জি ই ডি,
আমির হোসেন, সভাপতি- উপজেলা বিএনপি ও সাবেক মেয়র,
এডভোকেট জাহাঙ্গীর আলম
সাধারন সম্পাদক উপজেলা বিএনপি,
মো: শোয়াইব-সেক্রেটারী
লামা উপজেলা জামায়াতে ইসলামী প্রমূখ।
জানাগেছে, ২০২৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ রবিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন(ইসি)। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।