"একই জায়গা, দুই দিন!" – সময়ের সীমানায় দুটি দ্বীপ
দুই দ্বীপ—বিগ দিয়োমিড (রাশিয়া) ও লিটল দিয়োমিড (যুক্তরাষ্ট্র)—মাত্র ৪.৮ কিমি (৩ মাইল) দূরে, কিন্তু তাদের সময়ের ব্যবধান ২১ ঘণ্টা!
⏳ বিগ দিয়োমিড (Tomorrow Island, রাশিয়া) – সময় লিটল দিয়োমিডের ২১ ঘণ্টা এগিয়ে
⏳ লিটল দিয়োমিড (Yesterday Island, যুক্তরাষ্ট্র) – সময় বিগ দিয়োমিডের ২১ ঘণ্টা পিছিয়ে
অর্থাৎ, এক দ্বীপ থেকে অন্যটি দেখলে মনে হয় যেন অতীত বা ভবিষ্যৎ দেখছেন!
❄️ শীতকালে বেরিং প্রণালী জমে গেলে বরফের ওপর দিয়ে হাঁটা সম্ভব, তবে এটি আইনগতভাবে নিষিদ্ধ।
🏝️ বিগ দিয়োমিডে কেউ বসবাস করে না—এটি রাশিয়ার সামরিক ঘাঁটি।
🏡 লিটল দিয়োমিডে প্রায় ৮০-১০০ জন ইনুপিয়াক উপজাতির মানুষ বাস করেন।
🔗 মাত্র ৩ মাইল দূরত্ব, কিন্তু একপাশে "গতকাল" আর অন্যপাশে "আগামীকাল"!
[এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন]