এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ সেতু ভেঙ্গে ঝিরিতে পড়ে যাওয়ার ঘটনায় লামা থামায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রাদেশ চাকমা (৩৯)। বেইলী সেতুর উপর মালামাল পরিবহনে ওজন নির্ধারণ করে দেওয়া সত্বেও আইন অমান্য করে ট্রাকটি অতিরিক্ত ওজন নিয়ে মালামাল পরিবহন করায় সেতুটি ভেঙ্গে যায়। এতে সরকারের আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে মামলার এজাহারে উল্ল্যেখ করা হয়। এ ঘটনায় লামা থানা পুলিশ ১ নং আসামী ট্রাক চালক মোঃ কবির (৪২), পিতা- শাহজাহান, ঠিকানা- মাওলানা নবীর বাড়ি, ছোট পুল, বন্দর-৪১০০, ডবলমুরিং, চট্টগ্রাম আটক করে ১২ মার্চ লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে দেয়।
এ ঘটনায় যারা আসামীগণ হলেন- ০১। মোঃ কবির (৪২), পিতা- শাহজাহান, ঠিকানা- মাওলানা নবীর বাড়ি, ছোট পুল, বন্দর-৪১০০, ডবলমুরিং, চট্টগ্রাম। ০২। মোঃ রতন মাঝি (৪৫), পিতা- অজ্ঞাত, ঠিকানা- মাঝির ঘাট, লোহার গেইট, চট্টগ্রাম। ০৩। এরশাদ (৫০), পিতা- অজ্ঞাত, ঠিকানা- হাফেজগোনা, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ঘটনাটি ঘটেছে গত ০৭/০৩/২০২৫ইং তারিখ, সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় লামা উপজেলার ০৪নং আজিজনগর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ ইসলাম পুর (চেয়ারম্যান লেক) সাকিনে আজিজনগর- গজালিয়া- লামা (জেড-১০০৭) সড়কের ২.৬ কিলোমিটারের বেইলী ব্রীজে।
মামলা সূত্রে জানাগেছে, সড়ক ও জনপদ বিভাগের লামার আজিজনগর-গজালিয়া- লামা (জেড-১০০৭) সড়কের ২.৬ কিলোমিটারে বেইলী ব্রীজ রয়েছে। উক্ত ব্রীজের সামনে ৫ টনের অধিক - মালামাল নিয়ে ব্রীজ পারাপার না হওয়ার জন্য সর্তকর্তা সাইন বোর্ড রয়েছে। এছাড়া উক্ত ব্রীজ এলাকায় - আমাদের সড়ক বিভাগের অধীনে একজন কার্যসহকারী মোঃ আব্দুর রহমান (৩৩) নিয়মিত নিজ দায়িত্ব পালন করছে। উপরোক্ত ১নং আসামী একজন ড্রাইভার, ২নং আসামী গাড়ির মালিক এবং ৩নং আসামী ঠিকাদার হয়।
৩নং আসামীকে পূর্ব থেকে অসংখ্য বার অনুরোধ করে বলা হয়েছে যে, আপনার রাস্তা নির্মানের মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্র বেইলী ব্রীজ দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন করা যাবে না। ৩নং আসামীকে বলা হয় যে, আপনি বড় গাড়িতে করে মালামাল প্রধান সড়কে এনে পরবর্তীতে ছোট গাড়িতে করে কাজের জায়গায় মালামাল নিয়ে যেতে। ৩নং আসামীর রাস্তা নির্মানের কাজের জন্য ২নং আসামীর মালিকানাধীন গাড়িতে করে ১নং আসামী ড্রাইভার হিসাবে আনুমানিক ৪৭ টন পাথর (কঙ্কর) নিয়ে ০৭/০৩/২০২৫ইং তারিখ, - সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় ঘটনাস্থলের বেইলী ব্রীজে সর্তকর্তা সাইনবোর্ড দেখা সত্বেও অতিরিক্ত ওজন নিয়ে ব্রীজ পারাপারের চেষ্টা করে। আমাদের কার্যসহকারী উক্ত ট্রাকটিকে থামানোর চেষ্টা করে ব্যার্থ হয়। উক্ত গাড়িটি বেইলী ব্রীজ পারাপারের সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রীজটি ভেঙ্গে যায়। এতে সরকারের আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
এ মামলার বাদী প্রাদেশ চাকমা (৩৯), উপ-সহকারী প্রকৌশলী, সড়ক শাখা-৩, সড়ক উপ-বিভাগ-২, বান্দরবান পার্বত্য জেলা বলেন, মোঃ আব্দুর রহমান (৩৩) মাধ্যমে বিষয়টি আমি অবগত হয়ে উর্ধ্বতন কর্মকর্তা সহ ঐ দিন বিকাল আনুমানিক ৩:০০ ঘটিকায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি। অতঃপর আসামীদের নাম, ঠিকানা সংগ্রহ করা সহ উক্ত বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী (সওজ), বান্দরবান সড়ক বিভাগ ও উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ), বান্দরবান সড়ক উপ-বিভাগ-২, বান্দরবান পার্বত্য জেলাদের সাথে পরামর্শ ক্রমে আমি অত্র এজাহার দায়ের করি।