এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামার মিরিঞ্জা পাহাড় পর্যটন এলাকায় এক নারীকে ৬ জনে মিলে গণধর্ষনের ঘটনায় পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে। ১২ মার্চ পুলিশ লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ রুবেল (৩২), পিতা- আবুল কাশেম প্রকাশ বোবা, সাং- মধুঝিরি (বোবার বাড়ী) ০৭ নং ওয়ার্ড, লামা পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা। ২। ০২। মো: সাগর (২২), পিতা- মৃত জালাল আহাম্মদ, মাতা- পারুল বেগম, উভয় সাং মধুঝিরি, ৭নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা লামা, বান্দরবান পার্বত্য জেলা
পুলিশ সূত্রে জানাগেছে, গত ৮ মার্চ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় মিরিঞ্জা ভ্যালী অ্যান্ড রিসোর্ট এর জুমঘর ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্ট এর জুমঘর এলাকায় একজন নারী তার স্বামীর সহায়তায় গণ ধর্ষণের শিকার হন মর্মে লামা থানায় অভিযোগ দায়ের করেন ভিকটিম।
ধর্ষিতা নারী লিখিত অভিযোগে করেন যে, গণধর্ষণের শিকার ভিকটিমকে০৮/০৩/২০২৫ খি. তারিখ থেকে ১০/০৩/২০২৫ খ্রি. পর্যন্ত লামা থানাধীন মিরিঞ্জা ভ্যালী অ্যান্ড রিসোর্ট ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্ট এ আটকে রেখে অভিযোগে বর্ণিত ০৪ জন আসামীসহ অজ্ঞাত ২ জন আসামী মিলে উপর্যুপরি ধর্ষণ করেছে। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় মামলা রুজু হলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লামা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় আসামি মোঃ রুবেল ও মো: সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সূত্রে জানাগেছে, প্রকাশ মিরিঞ্জা ভ্যালীর নৈশ প্রহরী স্বামী রুবেল হোসেনসহ অন্য চারজন দ্বারা ধর্ষিত হন এক সন্তানের জননী। পুলিশকে দেয়া তথ্যমতে ধর্ষিতা নারীর স্বামী রুবেল নেশা করে শুয়ে থাকে অন্য চারজন মিরিঞ্জা ভ্যালী এগেইনের কটেজে ধর্ষণ করে। মামলা তদন্তের স্বার্থে অন্য ধর্ষকের নাম প্রকাশ করছেন না পুলিশ।