এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিচশ ৪ যুবককে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তারা হলো- মংচাপাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলেই নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়র্ডের বাসিন্দা।
ধর্ষিতার পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ এ ধর্ষণ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে আসার সময় অভিযুক্তরা তাকে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে।
পারিবারিকভাবে অসচ্ছল ও পিতৃহীন এই স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করতে থাকে ধর্ষকরা। পরে ধর্ষিতার পরিবার ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ করে।
এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়পছে। আসামীদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।