এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
১৯৯২ সালের ১লা জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। ২০২৫ সালে এসে মৌচাক ৩৩ বছরে পদর্পণ করলো। আজ মৌচাকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার (সাধারণ ও শিশু সদস্য)নিয়ে। বর্তমানে এ সমিতি’র মূলধন প্রায় ৬০ কোটি টাকা চলমান।
১২ এপ্রিল রোজ শনিবার “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ এপ্রিল ২০২৫ইং) সকাল ৯টায় মধুঝিরি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।
মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আব্দুর শুক্কুর।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাক্তন ডিরেক্টর নুর মোহাম্মদ,সমীরণ কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক কালব,মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব, মাও: মোহাম্মদ আজিজুল হক, সদস্য শরীয়াহ বোর্ড, মাও:জহুরুল হক, সদস্য, শরীয়াহ বোর্ড,সাবেক সভাপতি ডা: মো.জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সেক্রেটারী মৌচাকসহ মৌচাকের ব্যবস্থাপনা পরিষদ, মৌচাকের কর্মকর্তা সাংবাদিকসহ প্রমূখ।
সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী, হাবিবুর রহমান।২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন,২০২৩-২০২৪অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৪-২০২৫, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার (সাধারণ ও শিশু সদস্য)নিয়ে। বর্তমানে এ সমিতি’র মূলধন প্রায় ৬০ কোটি টাকা চলমান।
সভায় চিকিৎসা সেবা,মৌচাক টাওয়ার নির্মাণ,বৃদ্ধাশ্রম,এতিমখানা,সেলাই প্রশিক্ষণ,CUDCC প্রশিক্ষণের বিষয় অধিক গুরুত্ব পায়।সকল সদস্যদের মাঝে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়, ১২৩ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন এবং নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের ১০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” গঠনে স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে গুনগত সেবা নিশ্চিত করণ’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আগামীতে সকলের সুন্দর কর্মপরিকল্পনায় মৌচাককে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও দেশের সমবায় সেক্টরে এক মাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লামা।