এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
বান্দরবানের লামায় বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ অস্থীতিশীল থাকার সুযোগে আসামীরা ঘটনার তারিখ ও সময় অর্থাৎ ০৯/০৮/২০২৪ ইং তারিখ, বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্য সাধনকল্পে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া যথাক্রমে ধারালো দা, চাপাতি, লম্বা কিরিচ, লোহার রড়, ট্যাড়া ও লাঠিসোটা নিয়ে অভিযোগকারীর নিম্ন তফশীলোক্ত জায়গায় বে-আইনী অনাধিকার প্রবেশ করিয়া অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করিয়া অভিযোগকারীর বাড়ী ও বাগানের কর্মচারীদের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারধর করে লুটপাট ও চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় মোঃ শওকত আকবর (৩২) নামের মামলার ১নং আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করেছে। ২০ এপ্রিল ২০২৫ রোজ রোববার আসামীরা আদালতে জামিন জামিন চাইতে আসলে আদালত পুলিশের তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দুইজন আসামীকে জামিন দিয়ে মোঃ শওকত আকবরকে জেল হাজতে প্রেরণ করেন।
আদালত যে দুইজন আসামীকে জামিনদেন তারা হলো- শহিদুল ইসলাম (৬০),পিতা- মৃত আবু বক্কর মোল্লা, স্থায়ী সাং- দুপুরিয়া, পোষ্টঃ ধুপুরিয়া পাড়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ। বর্তমান সাং- মেরাখোলা আশ্রয়ণ প্রকল্প, ৩নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউনিয়ন, থানা- লামা,জেলা- বান্দরবান পার্বত্য জেলা ও শামসু মুহাম্মদ সালাউদ্দিন (৩০), পিতা- মোঃ নুরুল হুদা, সাং-গোয়ালটুলি বাই লেইন, এনায়েত বাজার, কোতয়াখালী।
অন্যদিকে ১নং আসামী হলো মোঃ শওকত আকবর (৩২) চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা এলাকার মোঃ জয়নাল আবেদীন পুত্র।
এ ঘটনায় গত ২৮ আগষ্ট ২০২৪ ইং তারিখ বাদী হয়ে মোঃ সরওয়ারা আলম চৌধুরী (৩৬)
পিতা- আলা উদ্দিন চৌধুরা,সাং- মেরাখোলা (নিয়াজ বাড়ি), ০৪নং ওয়ার্ড,লামা- বান্দরবান লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনজনের নাম উল্ল্যেখ করে আরো ৪ থেকে ৫ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- সি.আর মামলা নং- ২৭৩/২০২৪। মামলার ধারা: ৪৪৭/৩৭৯/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬(২) দন্ড বিধি।
ঘটনার তারিখ ও সময়ঃ ০৯/০৮/২০২৪ ইং তারিখ, বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায়।ঘটনার ঘটনাস্থল: লামা উপজেলাধীন ০২নং লামা সদর ইউনিয়নের অন্তর্গত ০৪নং ওয়ার্ডস্থ মেরাখোলা (নিয়াজ বাড়ি), ২৯৫নং মৌজায় ১৬৯ নং হোল্ডিংয়ে বাদীর বসত বাড়ী।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী মোঃ সরওয়ারা আলম চৌধুরী (৩৬)পিতা- আলা উদ্দিন চৌধুরা, সাং- মেরাখোলা (নিয়াজ বাড়ি), ০৪নং ওয়ার্ড, ২নং লামা সদর ইউনিয়ন, লামা,বান্দরবানের উল্লেখিত ক-তফশীলোক্ত জমি বিগত ১১/০৯/২০১৪ ইং তারিখ একটি রেজিস্ট্রার্ড জমি ছাফ বিক্রনয় বায়না নামা দলিল মূলে জমির মালিক অনিল কান্তি বসাক এর নিকট হইতে ক্রয় করে বহু অর্থ ব্যয় করিয়া কায়িক পরিশ্রমের মাধ্যমে ঘরবাড়ি নির্মাণ করিয়া স্ব-পরিবারে বসবাস করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বাগান সহ রাবার, গর্জন, মেহগুনী ও করই গাছের বাগান সৃজন করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখলে স্থীত আছে। অভিযোগকারীর বাগানের পাশ্ববর্তী নিম্নে উল্লেখিত “খ-তফশীলোক্ত” জায়গা অভিযোগকারীর সম্পর্কে চাচার জায়গা হওয়াই অভিযোগকারীর চাচা আম-মোক্তার নামা দলিল মূলে অভিযোগকারীকে উক্ত বাগান দেখাশুনা করার দায়িত্ব দিয়ে তিনি সুদুর আমেরিকা (যুক্তরাষ্ট্র) চলে যান।
আসামীগণ অভিযোগকারীর বাগানের উপর লোভের বশবর্তী হয়ে দীর্ঘদিন যাবৎ অভিযোগকারীর ক্ষতি সাধন করার জন্য বাগান ও জায়গা জবর দখল করার পায়তারা চালিয়ে আসছে। অভিযোগকারী অভিযোগকারীর মাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে অবস্থান করলে আসামীগণ অভিযোগকারীর অনুপস্থিতিতে এবং বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ অস্থীতিশীল থাকার সুযোগে আসামীরা ঘটনার তারিখ ও সময় অর্থাৎ ০৯/০৮/২০২৪ ইং তারিখ, বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্য সাধনকল্পে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া যথাক্রমে ধারালো দা, চাপাতি, লম্বা কিরিচ, লোহার রড়, ট্যাড়া ও লাঠিসোটা নিয়ে অভিযোগকারীর নিম্ন তফশীলোক্ত জায়গায় বে-আইনী অনাধিকার প্রবেশ করিয়া অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করিয়া অভিযোগকারীর বাড়ী ও বাগানের কর্মচারীদের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারধর করিয়া তাহাদের সর্বাঙ্গে নিলাফুলা জখম করে। ১, ২ ও ৩ নং আসামীরা অভিযোগকারীর বাড়ীর গেইট ও ঘরের দরজার তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরের রুমের ভিতরে ঢুকে রুমের থাকা সিন্ধুকের তালা ভেঙ্গে সিন্ধুকে থাকা অভিযোগকারীর জায়গা জমির দলিল সমূহ, গত ২০ (বিশ) বছরের বাগানের কয়েক কোটি টাকার ক্যাশ ম্যমো ও চেক ভাউচার এবং হিসাবাদি সহ মহামূল্যবান বহু কাগজপত্র, আকাশ দেখার Binocular যার মূল্য আনুমানিক ৭০,০০০/- টাকা, ২টি ল্যাপটপ যার আনুমানিক মূল্য ৯০,০০০/- টাকা, ডিএসএলআর ক্যামেরা বিভিন্ন ল্যান্স সহ যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা, ৩টি এসএলআর ক্যমেরা যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- টাকা, নগদ ১,৫০,০০০/- টাকা, ব্যবহৃত স্বর্ণালংকার ১ (এক) ভরি যার মূল্য ৯০,০০০/- টাকা এবং অভিযোগকারীদের ব্যবহৃত সম্পূর্ণ কাপড় চোপড় সহ অন্যান্য জিনিস পত্র লুটপাট ও চুরি করে নিয়ে যায়। আসামীরা অভিযোগকারীর মূল্যবান কিছু দলিলাদি ও প্রয়োজনীয় কাগজপত্র সমুহ এবং ব্যাবহারিত জিনিসপত্র কিছু ঘরের ভিতরে এবং বাকীগুলো জনসম্মুখে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ১ নং আসামী অভিযোগকারীর পুরো বাড়ী আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে অভিযোগকারীর কর্মচারীরা বাধাঁ দিলে ১নং আসামী বাড়ীতে আগুন দিতে ব্যর্থ হয়। আসামীরা লুটপাট করা অবস্থায় অভিযোগকারীর কর্মচারীগণ অভিযোগকারীকে মোবাইল ফোনে কল করে ঘটনা সম্পকে অবগত করলে অভিযোগকারী তার পক্ষে অভিযোগকারীর ব্যবসায়ীক পার্টনার জনাব সাঈদুল ইসলাম সাঈদ (৩৮) কে ঘটনাস্থলে পাঠালে আসামীগণ তাহাকেও মারধর করার জন্য গায়ের দিকে আগাইয়া আসলে তিনি বাধ্য হয়ে পিছু হটে নিজেকে আত্মরক্ষা করেন। ১ নং আসামী অভিযোগকারীর বাড়ির কর্মচারীদের মারাত্মক হুমকি দেয় যে, ঘটনার বিষয়ে বেশি বাড়াবাড়ি করিলে কিংবা মামলা মোকদ্দমা করিলে তোদের সহ তোদের মালিকের পরিবারের লোকজনকে প্রাণে হত্যা করিয়া লাশগুম করিয়া ফেলিবো বলে ঘটনাস্থল হতে চলিয়া যায়।
এদিকে মামলার বাদী মোঃ সরওয়ারা আলম চৌধুরী বলেন, মামলার ৩নং আসামী শামসু মুহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে উল্লেখিত তারিখ সময়ে আমার বসতবাড়ী ও বাগানে হামলা চালায়। তিনি এসময় আরো বলেন, বান্দরবান জেলার লামা উপজেলাধীন ২৯৫নং লামা মৌজা, বাদীর নামীয় হোল্ডিং নং-১৬৯, দাগ নং- ৯৫৪ এর আন্দর ০.৩০ (ত্রিশ শতক) একর প্রথম শ্রেণীর জমি, যাহার চৌহদ্দী:-উত্তরে- রাবার প্লট সীমা, দক্ষিণে- রাবার প্লট সীমা, পূর্বে- রাবার প্লট সীমা, পশ্চিমে- রন্টু বসাকের সীমা এবং দাগ নং- ৯৬৩ এর আন্দর ০.১০ (দশ শতক) একর প্রথম শ্রেণীর জমি, যাহার চৌহদ্দী:- উত্তরে- রাবার প্লট, দক্ষিণে- বিক্রেতার নিজ জমি ও নাশি, পূর্বে- রন্টু বসাকের সীমা, পশ্চিমে- বিক্রেতার নিজ জমি। অর্থাৎ সর্বমোট ৪০ (চল্লিশ) শতক জমি স্থিত আছে।
এ মামলার লামা থানার মামলার তদন্তকর্মকর্তা রিয়াজুল মোস্তফা গত ১৬/১২ /২০২৪ ইং তারিখ লামা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন সূত্রে জানাগেছে, মামলার ঘটনার তারিখ ও সময় অপরাপর বিবাদীসহ বাদীর তপশীলোক্ত জায়গায় অনধিকার প্রবেশ করে চুরি, ক্ষতিসাধন করাসহ এবং ঘরে ও বাহির আগুন দিয়ে পেনাল কোডের ৪৪৭/ ৩২৩/৪২৭/৪৩৫/৪৩৬ ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়া গেছে।
এ মামলার ১নং আসামী মোঃ শওকত আকবর (৩২)কে ২০এপ্রিল লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এডভোকেট সাদেকুল মাওলা ইরাক।