এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
বান্দরবানের লামা উপজেলার দূর্গম এলাকা বমুখাল নামক এলাকা থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীদের দ্বারা অপহরণ হওয়া ৭ জনকে যৌথ বাহিনী উদ্ধার করেছে। যৌথবাহিনীর জোর অভিযানে সন্ত্রাসীরা ৭ জনকেও ছেড়ে দিয়েছে বলে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর আতিক জানিয়েছেন।
এদিকে বুধবার রাত ৮টার দিকে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহদাৎ হোসেন অপহৃতদের উদ্ধারের করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বমুখাল নামক এলাকা থেকে ৯ জন তামাক শ্রমিক ও কৃষককে অপহরণ করেছিল পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের ঘন্টাখানেক পর দুইজনকে মারধর করে ছেড়ে দেয়।
প্রসঙ্গত: এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে লামা সরই ও গজালিয়া ইউনিয়নে তিনটি অপহরনের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। এ ছাড়া একটি অগ্নিকান্ড ও আরো ১২জন নির্মাণ শ্রমিকের মোবাইল ফোন নিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দূর্গম এলাকার স্থানীয় কয়েকজন কৃষক জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ী সশস্ত্র গ্রুপের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।