1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
লামায় খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১লাখ টাকা নেওয়ার এক বছর পর স্ট্যাম্পে ৫ লাখ টাকা লিখে জোর করে বসতঘর দখলের ঘটনা ঘটেছে, স্বাক্ষী না দেওয়ায় স্বাক্ষীসহ বাদীকে মারধর লামায় বিপ্লবী সরকার আসার পর বসতবাড়ী ও সৃজিত বাগান কেটে লুট করার ঘটনায় ৮ মাস পর আসামীকে জেল হাজতে প্রেরণ সফলতায় এগিয়ে যাচ্ছে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ লামায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মুরুইতং হিল রিসোর্টে নিয়ে বেঁধে রেখে মুক্তিপণ দাবীর ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, আসামী ৫ জন লামায় আবারো ৮ তামাক চাষীকে অপহরণ, গত ৪ মাসে ৪০ জন অপহৃত লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ লামায় একটি গাছ বাঁচিয়ে দিয়েছে বাসে থাকা ৩৪ যাত্রীর প্রাণ, আহত ২৫ এপেক্স ক্লাব অব পটিয়া’র উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ  এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত লামার ৩ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যগত ঝুঁকিতে রেখে রাবার ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা, ক্ষতি হবে মানুষের বসবাসের

চকরিয়ায় স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক স্বামী মেহেদীসহ ৫ জনের নামে মামলা

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

পাহাড়ের কন্ঠস্বর ডেস্কঃ

চকরিয়ায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহি (১৮) খুনের ঘটনায় পাঁচজনের নামে মামলা রুজু হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি রুজু করেন নিহতের বাবা সাংবাদিক আবদুল হামিদ। এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় এক নম্বর আসামি ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদি সাংবাদিক আব্দুল হামিদ চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা। তিনি একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।
মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, তরুনী গৃহবধূ ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে চকরিয়া থানায় পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামি মেহেদীকে লামা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এজাহার সুত্রে জানা গেছে, মামলায় হত্যাকাণ্ডে জড়িত ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী ছাড়াও তাঁর বাবা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেম (৪৮), তার মা মমতাজ (৪২), বোন সুমাইয়া আক্তার (২০) এবং প্রতিবেশি আব্দুল হাকিম (৫৫) কে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার ৬ ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর আসামি শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃত মামলার প্রধান আসামি শওকত হাসান মেহেদীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আসামি মেহেদী ঘটনার বিষয়ে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। সেই আলোকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোস্তাকিম হোসাইন আদালতের কাছে আবেদন করেছেন।
নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল
ঘাতক স্বামী কতৃক ছুরিকাঘাতে খুনের শিকার চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গারমুখ মজিদিয়া মাদরাসা এলাকার বাসিন্দা সাংবাদিক আবদুল হামিদের কন্যা উম্মে হাফসা তুহি (১৮) এর নামাজে জানাযা শোকাহত মানুষের ঢল নামে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদরাসাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন দেশ বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম আযাদ আযাহারী।
জানাযার মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও নিহতের পিতা সাংবাদিক আবদুল হামিদ প্রমুখ।
এসময় জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা সৈয়দ মুহাম্মদ রাসেল, স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমীর মো. এহসানুল হক, পৌর কাউন্সিলর বেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের সময় শ্বশুরবাড়িতে পুরুষ শূণ্যতার সুযোগ নিয়ে সম্প্রতি একটি পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে নিজ স্ত্রী উম্মে হাফসা তুহিকে উপর্যোপরী ছুরিকাঘাতে হত্যা করে পাষণ্ড স্বামী মেহেদী হাসান। ঘটনার পর থেকে এলাকাসহ পৌরশহরের থমথমে পরিস্থিতি বিরাজ করলে পরিবার ও এলাকাবাসীর চাপের মুখে খুনিকে আটক করতে হন্যে হয়ে অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।
ওইদিন রাত আটটার দিকে ঘুরাঘুরি করার সময় লামা উপজেলা এলাকা থেকে স্থানীয় লোকজন ঘাতক মেহেদীকে চিনে ফেলে আটক করে লামা থানা পুলিশের হাতে তুলে দেন। পরে রাত ১২টার দিকে চকরিয়া থানা পুলিশ খুনি মেহেদী হাসানকে লামা থানা থেকে চকরিয়া থানায নিয়ে আসেন।
একই ঘটনায় ঘাতকের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত উন্মে হাফছা তুহির মা পারভীন আক্তার। তিনি এখনো চমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।