এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামার সরই ইউনিয়নের কমলা বাগান থেকে গত ২ ফেব্রুয়ারী অপহৃত হওয়া ৭ জনকে সোমবার অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসীরা ৩ লাখ টাকা মুক্তি নিয়ে ইউনিয়নের লেংপুং পাড়া এলাকার একটি পাহাড়ের উপরে ছেড়ে দিয়েছে।
সন্ত্রাসী কর্তৃক যারা অপহৃত হয় তারা হলেন- ১। মোঃ জামাল (৫০) ড্রাইভার, পিতাঃ সালে আহমদ বাজারপাড়া, ৪ নং ওয়ার্ড, সরই ইউনিয়ন, ২। মোঃ নুর আহমেদ (৫৫) পিতাঃ বাচা মিয়া, হাবিবুর রহমান পাড়া, ৩ নং ওয়ার্ড, সরই ইউনিয়ন, ৩। মোঃ সাইফুল (৩৫), পিতাঃ মুসলিম মিয়া, ঝটকিবন্যা পাড়া, ৫ নং ওয়ার্ড, সরই ইউনিয়ন, ৪। মোঃ আলমগীর (৩০) পিতাঃ নুর আহমেদ, ওয়াহাদ পাড়া, ৫ নং ওয়ার্ড, সরই ইউনিয়ন ৫। মোঃ হেলাল উদ্দিন (৪০) পিতাঃ নবাব আলি পুলাং পাড়া, ১ নং ওয়ার্ড, সরই ইউনিয়ন, ৬। মোঃ আবদুল্লা (৩৮) নব মুসলিম, পিতাঃ অজ্ঞাত
হাসনাভিটা পাড়া, ২ নং ওয়ার্ড সরই ইউনিয়ন, ৭। নাম পাওয়া যায়নি।
গত ২ ফেব্রুয়ারী রাত ২ঘটিকার সময় লামা উপজেলার সরই ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে কমলা বাগান পাড়া এলাকা থেকে মোট ৭ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।
জানা গেছে, পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কাঠ ব্যবসায়ী মোঃ হেলাল সওদাগর এর গাছ কাটতে কমলা বাগান পাড়ায় যায় এ গাছ কাটার শ্রমিকরা। এ সময় সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসীদল এ ৭ জন শ্রমিককে রাত দুইটার সময় অপহরণ করে নিয়ে যায় । এরপর মালিক হেলাল এর বাগানের কর্মচারী অপহৃত জামালের ব্যবহৃত মোবাইল থেকে যোগাযোগ করে মেনরুম নাম পরিচয় দিয়ে এক সন্ত্রাসী ৭লক্ষ টাকার চাঁদা দাবী করে। এক পর্যায়ে উভয় পক্ষের আলোচনা শেষ তিন লক্ষ টাকায় সম্মত হয় সন্ত্রাসীরা।
গাছ ব্যবসায়ী হেলাল জানান, অপহৃত ৭জন আমার গাছ বাগানের শ্রমিক । ৩ ফেব্রুয়ারী বিকেলে সন্ত্রাসীদের দেওয়া দুইটি নগদ একাউন্ট নাম্বারে তিন লক্ষ টাকা পাঠিয়ে দেওয়ার পর অপহৃত ০৭ জন কে ইউনিয়নের লেংপুং পাড়া এলাকার একটি পাহাড়ের উপরে ছেড়ে দেয় অপহরণকারী পাহাড়ী সন্ত্রাসীরা।
তবে বিষয়টি নিয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, ৩ ফেব্রুয়ারী অপহৃত ৭জনকে উদ্ধার করা হয়েছে।