পাহাড়ের কন্ঠস্বর ডেক্সঃ
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ১০ দিন ব্যাপী ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়। এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৩০ মার্চ (রবিবার)পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কার্যক্রম এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আলমগীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে: সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে: মোঃ লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে : মোঃ আরিফ খান,সাবেক সেবা পরিচালক এপে: মোঃ হাবিবুর রহমান, সার্জন এট আমর্স এপে: এস এম আবু হেনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোরশেদুল আলম।
এ সময় বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মাহে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন শরিফ বিতরনসহ কমভাগ্যবান মানুষের জন্য নানা আয়োজন করে মানবিক দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আজ তার সমাপ্তি হয়েছে। সমাজ পরিবর্তনে এ ধরনের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ভবিষ্যতে আরও বেশি বেশি সেবা কার্যক্রম পরিচালনা করতে ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে দু:স্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।